মোঃ মহিন উদ্দিন:
হাটহাজারী উপজেলার ৪৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় ৮১৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অনলাইনে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনুদ্দীন।
এ উপজেলায় বিগত সময়ে এমন জিপিএ ৫ পাওয়া যায়নি। এবার পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা বেড়ে যাওয়ায় বেশ আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা।
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলঃ
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৪৬ জন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন,পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনুদ্দীন মজুমদার বলেন, এবার এসএসসি পরীক্ষায় এ উপজেলা ৪৬টি স্কুল ও কলেজ থেকে ৭২৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তার মধ্যে কৃতকার্য হয় ৬৬০৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮১৯ জন এবং অকৃতকার্য হয় ৬৮২ জন শিক্ষার্থী।