নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বনাম ভারত জাতীয় ক্রিকেট দল ও বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল- টি২০) ক্রিকেট খেলা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম বার পিপিএম বার।
সভায় বাংলাদেশ এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর এবং বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল টি২০) ক্রিকেট খেলা উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে জাতীয় দলের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিসিবি, ফায়ার সার্ভিস, র্যাব, এপিবিএব, এন এস আই, ডিজিএফআই, বিআরটিএ, সিএমসিএইচ, বিপিডিপি, রেডিসন ব্লু, পেনিনসুলা, আগ্রাবাদ হোটেলের সিকিউরিটি অফিসার সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।