নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট-সুয়াবিল সড়কের কলেজ রোড জীপগাড়ী (ঢাকা-খ:-৫৩৩৯) তল্লাসী করে বিপুল পরিমাণে ৩৪৪ টু:=১৪৭.৬২ ঘনফুট গর্জন চিড়াই কাঠ বোঝাই জীপগাড়িটি আটক করে বনবিভাগ।
রবিবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে এ কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
আটককৃত কাঠ ভর্তি জীপগাড়ি নাজিরহাট ডিপো হেফাজতে জিম্মায় রাখা হয়েছে।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, আজকে ভোরে গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক সহকারী বন সংরক্ষক মোঃ মোস্তফা আল হোসাইন ও হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে নাজিরহাট ডিপো ও একদল চৌকস বনকর্মীসহ এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে নাজিরহাট-সুয়াবিল সড়কের কলেজ রোড নামক এলাকায় অবৈধভাবে পরিবহন কালে জীপগাড়ী-(ঢাকা-খ:-৫৩৩৯) সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাসী করে বিপুল পরিমান গর্জন চিড়াই কাঠ দেখিতে পাওয়া যায়,যার কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় গাড়িটি জব্দ করা হয়।গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের ধৃত করা সম্ভব হয়নি। ৩৪৪ টু:=১৪৭.৬২ ঘনফুট গর্জন চিড়াই কাঠ বোঝাই জীপগাড়িটি নাজিরহাট ডিপো হেফাজতে জিম্মায় রাখা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বন আদালতে যথাসময়ে বন মামলা দায়ের করা হয়েছে ।।