হাটহাজারী নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যা মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এসব বিষয় নিশ্চত করেন।
একইসঙ্গে হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোবাইল ফোন, নগদ টাকা ও রক্তমাখা পোশাক।
আটকরা হলেন- আলমডাঙ্গার আসাননগর গ্রামের শাহাবুল হক (২৪), রাজীব হোসেন (২৫), বিদ্যুত আলী (২৩) ও শাকিল হোসেন (২১)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, আসামি শাহাবুল হক নিহত নজির উদ্দিনের ট্রলিচালক ছিলেন। ডাকাতির উদ্দেশ্যে ঘটনার দিন রাত পৌনে ৯টার দিকে শাহাবুলসহ আটক ৪ আসামি বালি ক্রয়ের কথা বলে নজির উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। প্রথমে গৃহকর্তা নজির উদ্দিনকে এবং পরে তার স্ত্রী ফরিদা খাতুনকে শ্বাসরোধ ও শ্বাসনালিতে ছুরি মেরে হত্যা করা হয়। পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত নজির উদ্দিনের চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আসামি শাকিলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে অন্য আসামিদের আটক এবং মামলার আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় চুরি যাওয়া মোবাইল ফোন, নগদ ৪৩ হাজার টাকা ও হত্যাকারীদের রক্তমাখা পোশাক জব্দ করা হয়।