নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে সিইউডিএস’র র্কাযক্রম অত্যন্ত প্রশংসনীয়। সৃজনশীল মেধার বিকাশে বির্তক গুরুত্বর্পূণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের একাডমেকি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা র্কাযক্রম হিসেবে নিয়মি বির্তক র্চচা, খেলাধুলা ও সংস্কৃতি র্চচা অব্যাহত রাখার আহবান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. শিরীণ আখতার।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম শহরস্থ হোটেল সৈকতে রজতজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপার্চায জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতার আর্দশ বুকে ধারণ করে যুব সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার আহবান জানান। পরে উপার্চায বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) রজতজয়ন্তী উপলক্ষে সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে দু’দনি ব্যাপি উৎসব চবি ক্যাম্পাসে শুরু হয়।
অনুষ্ঠানে বশিষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপার্চায (একাডমেকি) প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এবং চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক বদিউল আলম।
অনুষ্ঠানে সভাপতত্বি করেন সিইউডিএস এর মডারেটর চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।
সিইউডিএস’র পাবলিক রিলেশন সেক্রেটারী সারাহ বিনতে চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল আসাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজিত রহমান ও সাধারণ সম্পাদক মরিয়ম জাহান সায়মা।
সিইউডিএস’র রজতজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ আমন্ত্রনমূলক সনাতনী বির্তক উৎসব”।
অংশগ্রহণকারী দু’দল হলো বাংলাদশে ন্যাশনাল ক্যাডেট কোর, সেনা, চবি সাইন্টিফিক সোসাইটি। বিজয়ী দল হলো চবি সাইন্টিফিক সোসাইটি। বিচারক ছিলেন আবদুল্লাহ আল আসাদ, নাকিব বিন ইসলাম ও মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল-‘এম এম ইস্পাহানী লিমিটেড’ এবং মিডিয়া পার্টনার ছিল- ‘সমকাল’, ‘দ্যা বিজনেস স্টার্ন্ডাড’, ‘চিটাগং ইউনিভার্সিটি জার্নালিস্ট এসোসিয়েশন’ ‘বাংলা ট্রিবিউন’ এবং ‘চ্যানেল ২৪’।
সিইউডিএস’র বার্ষিক সাধারণ সভায় হাসিব খানকে সভাপতি এবং জান্নাতুন নাঈম পৃথা কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ২৩তম কার্যকরী কমিটি গঠন করা হয়।