হাটহাজারী নিউজ ডেস্ক:
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও থ্রিপিস (লেহেঙ্গা) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (৭ আগস্ট) ভোরে তাদের কে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, রাধানগর ইউনিয়নের মোকামিয়া পূর্ব মধুগ্রাম ওয়ার্ডের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি, তার সহযোগি নুর আলম তুষার চৌধুরী, কাভার্ডভ্যান চালক শাহাদাত হোসেন ও চালকের সহযোগি আবদুল হালিম।
ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জঙ্গল মিয়া রাস্তার মাথায় গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয়। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করলে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫১৫ পিস ভারতীয় শাড়ী ও ৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস উদ্ধার করা হয়।