নিজস্ব প্রতিবেদক:
রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য র্যাবের কাছে হাতেনাতে গ্রেফতার।
বিজ্ঞাপন
রবিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ৯টি টিকেট সহ দুই জনকে আটক করে।
বিজ্ঞাপন
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চট্টগ্রাম মহানগরীর কোতায়ালী থানাধীন চট্টগ্রাম ষ্টেশনস্থ জিআরপি থানার পাশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ অফিসের সামনে পাকা রাস্তার উপর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোষাক পরিহিত অবস্থায় রেলের টিকেট উচ্চমূল্যে বিক্রি করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে একজন যাত্রীর নিকট উচ্চমূল্যে টিকেট বিক্রয়কালীন সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য ১। মোঃ রবিউল হোসেন (৩৯) (হাবিলদার/৬০২), জেনারেল শাখা, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পূর্বাঞ্চল, সিআরবি, চট্টগ্রাম এবং ২। মোঃ ইমরান হোসেন (২৭) (সিপাহী/১৪৩৩) জেনারেল শাখা, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পূর্বাঞ্চল, সিআরবি, চট্টগ্রামকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে ধৃত আসামীদের তল্লাশী করে তাদের নিকট হতে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ০৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ১০ হাজার ৩২০ টাকা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।