নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু ও কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বুধবার (২২ জুন) উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরেন তিনি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাজী জালাল সওদাগরের বাড়ি রোডের মুখে পাইপ কালভার্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আনুমানিক ২০০ পরিবারের জলাবদ্ধতা সমস্যা দূর হতে পারে বলে আশা করা যাচ্ছে।
অন্য দিকে মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড খাগড়াছড়ি রোড সংলগ্ন সরকারি ভরাট জায়গা পানি চলাচলের জন্য খনন করা হয়েছে। মির্জাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও মেম্বার বিষয়টি তদারকি করছেন।
এছাড়া বিভিন্ন স্থান পরিদর্শন করে কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সবাই সচেতন ও সহযোগিতামূলক হলেই কেবল জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব। কেননা এই সমস্যাগুলো আমরা সবাই মিলে বছরের পর বছর ধরে তৈরি করেছি।