নিজস্ব প্রতিবেদক:
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা নামক এলাকা হতে অভিযান চালিয়ে ৭০০ ঘনফুট বিবিধ জ্বালানী বোঝাই ট্রাক ( নং-ঢা:মে:ট: ১৫-২০৭৬) আটক করল বনবিভাগ।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, শহর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা নামক এলাকা হতে অভিযান চালিয়ে ৭০০ ঘনফুট বিবিধ জ্বালানী বোঝাই ট্রাকটি আটক ও তল্লাসী পূর্বক বৈধ কাগজপত্র না পাওয়ায় জব্দ করা হয়, জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় এবং বন মামলা দায়েরের কাজ চলমান রয়েছে ।
তিনি আরও বলেন, একদল চৌকস টহল টিম অভিযান চালিয়ে বিবিধ প্রজাতির জ্বালানী বোঝাই ট্রাক) নং-ঢা:মে:ট: ১৫-২০৭৬) আটক করা হয় ।অবৈধ কাঠ পাচার রোধে সাঁড়াশি অভিযান চলমান রাখার নির্দেশ প্রদান করেন।