নিজস্ব প্রতিবেদক:
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়।
জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”।এ দিবসের সূচনা নারী শ্রমিকদের হাতে।
আজকের দিবসে জেন্ডার সমতা বা টেকসই উন্নয়ন বা পক্ষপাতিত্বের দেয়াল ভেঙে ফেলা।এসব ভারী সুন্দর কথার সাথে আসুন সবাই মানবিক হই।নিজের ভেতরটা আলোকিত করি। নিজের প্রতি দায়বদ্ধ থাকি।
হাটহাজারী নিউজ পরিবার ও হাটহাজারী অনলাইন প্রেসক্লাবে পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। মানবতার জয় হোক।