হাটহাজারী নিউজ ডেস্কঃ
বান্দরবানের চুই রং মা মার্মা (৩৯) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার একাটি জুম ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার থুইসাপ্রু মারমার স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন চুই রং মা মারমা। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাতে পাহাড়ের জুম ঘরে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, বাগানে গাছ কাটতে যাওয়া শ্রমিকেরা একা পেয়ে ঐ নারীকে ধর্ষণ করে লাশটি পাহাড়ের খাদে ফেলে রেখে পালিয়ে গেছে।
নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা জানান, প্রতিদিনের মতো চুই রং মা মার্মা সকাল ৮টার দিকে জুমঘরের উদ্দেশ্যে বের হন। কিন্তু সন্ধ্যয় বাড়িতে না ফেরার কারণে তার সন্তানেরা খোঁজাখুজি করে শেষে জুম ঘরের পাশে রাতে গলাকাটা লাশ খুঁজে পায়। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।