নিজস্ব প্রতিবেদক:
১৯৭১ সালের ২ মার্চ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার বিশাল সমাবেশে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।
গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্তে বাংলাদেশের সোনালি মানচিত্র আঁকা পতাকা দেখে উপস্থিত ছাত্র-জনতা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সমগ্র এলাকা।
লাল, সবুজ, সোনালি এই তিন রঙের মানচিত্র খচিত পতাকাটি সেই যে বাংলার আকাশে উড়েছিল, তা আর নামাতে পারেনি পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর এই দিনটি পতাকা উত্তোলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।