নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীতে অবৈধ চেরাই করা সেগুন ও গামারী কাঠ জব্দ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
শনিবার (৫ ফেব্রুয়ারী) রাতে অবৈধ চেরাই কাঠ জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, মূল্যবান সেগুন ও গামারী কাঠ চেরাই করে পাচার করার সময় কাঠ ভর্তি ট্রাক গাড়িসহ আটক করা হয়। পরে গাড়ির মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের জন্য কাঠ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।