নিজস্ব প্রতিবেদক:
হালদা নদীর মদুনাঘাট অংশে অভিযান পরিচালনা করে ৫০০ মিটার বড় মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়
শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল ৯টার দিকে এ জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা রনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হালদা নদীর মদুনাঘাট অংশে অভিযান পরিচালনা করে বড় মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয় যার দৈর্ঘ্য প্রায় ৫০০মিটার।
যিনি জাল দিয়ে মাছ শিকার করছিলেন তাকে ধরার পর তিনি বলেন তিনি একজন ডিম সংগ্রহকারী এবং এই নৌকাতেই ডিম সংগ্রহ করেন।
তিনি মৌখিক ভাবে স্বীকৃতি দিয়েছেন আর কোন দিন অবৈধভাবে মাছ শিকার করবেন না।