নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া শুরু করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাত ৩টার দিকে
হাটহাজারী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সোহায়েল এর নেতৃত্বে ফটিকছড়ি থানা নাজিরহাট ঝংকার মোড়ে দায়িত্ব পালন করছেন পুলিশের একটি টিম।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মিরসরাই থানাধীন অর্থনৈতিক জোন রোড বড়তাকিয়া মহাসড়কে দায়িত্ব পালন করছেন পুলিশের একটি টিম।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে ঠাকুরদিঘী সাতকানিয়া লোহাগড়া সীমান্তে দায়িত্ব পালন করছেন পুলিশের একটি টিম।
বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ২টি নিবন্ধন বিহীন মোটরসাইকেল আটক এবং সড়ক পরিবহন আইনে ৫টি মামলা প্রদান করা হয়। চেকপোস্ট পরবর্তী সকল থানা এলাকায় নিরাপত্তা মহড়া অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয় বিভিন্ন থানা এলাকার চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া তদারকি করেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার বৃন্দ, গোয়েন্দা শাখার বিশেষ টিম ও টিআই প্রশাসন উপস্থিত ছিলেন।