নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
বেপরোয়া গতির বাসে কেড়ে নিলো দুইজন সিএনজি অটোরিকশার যাত্রীর প্রাণ: ধরা ঘাতক বাস চালক!

বেপরোয়া গতির বাসে কেড়ে নিলো দুইজন সিএনজি অটোরিকশার যাত্রীর প্রাণ: ধরা ঘাতক বাস চালক!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মইগ্গেরহাট এলাকায় বেপরোয়া গতির বাসে কেড়ে নিলো সিএনজি অটোরিকশার দুই যাত্রীর প্রাণ।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেপরোয়া গতির বাস চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহচনা পাড়ার মালেক মেম্বার বাড়ির মৃত আলী হোসেনের পুত্র আব্দুল মোতালেব টুকু(৬৫) ও ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনিয়াপুকুর পাড় রহমতদিঘীর আমির মাঝি মিস্ত্রি বাড়ির মৃত শামসু মিয়ার পুত্র কুয়েত প্রবাসী আবছার (৬০)

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, কাটিরহাট গামী সিএনজি অটোরিকশা কে শহর মুখী বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুইজন সিএনজি অটোরিকশার যাত্রী মারা গেছেন। আরও ২ আহত হয়েছেন। তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

মোহচনা পাড়ার সালাউদ্দিন বাবপু জানান, বাসের ধাক্কায় মারা যাওয়া আবদুল মোতালেব টুকু আমার প্রতিবেশী। তিনি হাটহাজারী থেকে বাড়িতে আসার সময় দূর্ঘটনায় পড়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আবছার এর ছোট ভাই সমকালকে জানান, আমার ভাইয়ের কোন ছেলে সন্তান নেই। আছেন ৫ মেয়ে। তারমধ্য ৪ মেয়ের বিয়ে দিয়েছেন কিন্তু ছোট মেয়ের বিয়ে হয়নি। আমার বড় ভাই শহরে গেছেন। সেখান থেকে আসার সময় দূর্ঘটনা তিনি মারা গেছেন।

হাটহাজারী মডেল থানার এসআই জামাল জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। দুইজনের লাশ পড়ে আছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মফিজ দুপুর দেড়টার দিকে সমকালকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। তবে দুইজনের মারা গেছেন। তাদের পরিচয় পাওয়ার চেষ্টা করছি।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সিএনজি অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের কে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com