নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা সদরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ণ বিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এ অভিযান।
এ সময় ৯টি মামলায় ১১৫০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষার দায়িত্বে ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যগণ ও খাগড়াছড়ি জেলা পুলিশের সদস্যগণ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মো: আশরাফ উদ্দিন ও সহকারী পরিচালক জনাব মো: আফজারুল ইসলাম জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ালিন খালেক এর নেতৃত্বে রাঙ্গামাটির জেলা প্রশাসন অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্টে ৪ জনকে ৪ টি পৃথক মামলায় সর্বমোট ৮,০০০ টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয় এবং হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।
একই দিন খাগড়াছড়ি জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এজেডএম নাহিদ হোসেন এর নেতৃত্বে খাগড়াছড়ি জিরো মাইল এলাকায় মোবাইল কোর্টে ৫ জনকে ৫ টি পৃথক মামলায় সর্বমোট ৩,৫০০ টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয় এবং হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।