নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ উপলক্ষে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল যাত্রা উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাগৃতির মোড় ঘুরে আবারও উপজেলায় এসে শেষ হয়।
এরপর পান্তা ভাতের আয়োজন করা হয়। তারপর চলে গানের তালে তালে নৃত্য, বানর ও সাপের খেলাও চলে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, মডেল থানার ওসি মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মুক্তার বেগম, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।