নিজস্ব প্রতিবেদক: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুপনগর ও কুলগাও এলাকায় তিন তাস ছিনতাইকারীদের একটি ফাঁদ চক্রের সদস্যদের কাছে থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল ও ধারালো ছোরাসহ পেশাদার ৫ ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করলো পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারী) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
পেশাদার ছিনতাইকারীরা হলেন, মিজান, জয়নাল আবেদীন জীবন, সুমন, রিমন ও রাসেল।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার বলেন, গত ৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে টিউশনিতে যাওয়ার সময় পথিমধ্যে বায়েজিদ বোস্তামী থানাধীন রুপনগর এলাকায় তিন তাস খেলায় বাধ্য করতে চাইলে সে বাধা দেওয়ায় তাকে ছুরিকাহত করার অভিযোগে এবং একই চক্র ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা বেলা কুলগাঁও এলাকায় একজন কলেজ পড়ুয়া এইচএসসি ২য় বর্ষের ছাত্রের নিকট থেকে একই কায়দায় ২টি মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এই পেশাদার ছিনতাইকারী চক্রের ১) মিজান, ২) জয়নাল আবেদীন @ জীবন, ৩) সুমন, ৪) রিমন ও ৫) রাসেল’দেরকে গ্রেফতার ও ধারালো ছোরাসহ ছিনতাইকৃত মোবাইল উদ্ধার। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক চুরি, ছিনতাই, মাদকের মামলা আছে।
তিনি আরও বলেন, তিন তাস ছিনতাইকারীদের একটি ফাঁদ। তারা শুধু ছিনতাই-ই করে না, মূল্যবান জিনিসপত্র তাদের কথামত না দিলে ভিকটিমকে তারা ছুরিকাঘাত করে। আপনাদের আশপাশে এ ধরনের তিন তাস খেলা নজরে আসলে আমাদেরকে জানান, তাত্ক্ষণিকভাবে ব্যবস্হা নেওয়া হবে। এ চক্র থেকে সবাই সাবধান থাকুন প্লিজ।