নিজস্ব প্রতিবেদক: নগরীর হালিশহর থানাধীন রঙ্গীপাড়া কে.এম টাওয়ারস্থ ৮ম তলায় বাদির মালিকানাধীন সি-৭ নামীয় ফ্ল্যাট বাসায় রক্ষিত আলমারি থেকে চোরাই ১০ ভরি স্বর্ণালংকারসহ ২ জন নারীকে আটক করে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারী) বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর জেলার কোতোয়ালী থানা এলাকার বাউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় শাহনাজ বেগম নুপুরকে গ্রেফতার করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত শাহনাজ বেগম নুপুর এর দেওয়া তথ্য অনুযায়ী এজাহার নামীয় রুনা আক্তারকে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে নগরীর আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাদির চুরি যাওয়া ১০ ভরি ১৪ আনা ০২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রুনা আক্তার সিএমপি’র হালিশহর থানা এবং শাহনাজ বেগম নুপুর সিএমপি’র আকবরশাহ্ থানা এলাকার বাসিন্দা। বর্ণিত বিবাদিরা পরস্পর যোগসাজসে গত ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১ জানুয়ারী বিকাল ৫টার মধ্যেবর্তী সময়ে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া কে.এম টাওয়ারস্থ ৮ম তলায় বাদির মালিকানাধীন সি-৭ নামীয় ফ্ল্যাট বাসায় রক্ষিত আলমারি থেকে ৩৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪,৫০,০০০/- টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় বাদির অভিযোগের ভিত্তিতে সিএমপি হালিশহর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।