নিজস্ব প্রতিবেদক:
নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ৩১টি মোবাইল ও ছোরাসহ ৬ জন ছিনতাইকারীকে আটক করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২টি টিপ-ছোরা, ০১টি লোহার ছেনি, ১টি স্টিলের কার্টার, ০১টি ব্লেড, ০১টি স্ক্রু-ড্রাইভার এবং চোরাই-কৃত ২৪ টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট ও ০৯টি বাটন সেট এবং অন্যান্য লুণ্ঠিত মালামালসহ চুরি করার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামসহ মোঃ রিপন, মোঃ ইউসুফ, মোঃ অভিকুল ইসলাম, মোঃ হাসান, ফয়সাল আহমেদ লিমন ও মোঃ আজম খানকে গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পলাতক অপরাপর ব্যক্তিদের সহায়তায় রাত্রিকালীন সময়ে দেশিয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শহরের বিভিন্ন স্থানে ও বিভিন্ন যানবাহনে ব্যারিকেড দিয়ে জনমানুষের বিভিন্ন মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে সমবেত হয়েছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।