নিজস্ব প্রতিবেদক:
নবনির্মিত ইছামতী রেঞ্জের রাউজানঢালা বিট কাম চেক স্টেশন এর অফিস কার্যালয় শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার সাংসদ এ রেঞ্জের কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা এসএম কায়চার, চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম সদর বনবিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন,ইছামতী রেঞ্জের কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা এসএম কায়চার বলেন, কার্যালয়ের উদ্বোধন শেষে মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী দিনব্যাপী ইছামতি রেঞ্জ ও হাটহাজারী রেঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।
Sustainable Forests and Livelihoods (SUFAL) Project এর অর্থায়নে নবনির্মিত ইছামতী রেঞ্জের রাউজানঢালা বিট কাম চেক স্টেশন।
তিনি আরও বলেন, রাউজান উপজেলার SFNTC পরিদর্শন এবং বিভিন্ন দিকনির্দেশননা প্রদান করে রাউজান উপজেলায় “রাউজান ইকোপার্ক” এর প্রস্তাবিত জায়গা পরিদর্শন করা হয়।