নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের আমান বাজার সড়কে লালাচন্দ্রা বিল খালের ব্রীজের উপর থেকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ২ মাসের মাথায় চোরাই অটোরিকশাসহ ওসমান গনি নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
শনিবার (৫ আগস্ট) আদালতের আদেশক্রমে উল্লিখিত অটোরিক্সাটি মামলার বাদী ও ভিকটিমের জিম্মায় প্রদান করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, গত ১০ এপ্রিল উপজেলার ১৪নং শিকারপুর ইউপিস্থ ২নং ওয়ার্ডে শিকারপুর সাকিনে ইডেন নুর স্কুলের পশ্চিমে অনুমান ৫০০ গজ দূরে নেয়ামত আলী হইতে আমান বাজার সড়কে লালাচন্দ্রা বিল খালের ব্রীজের উপর অজ্ঞাতনামা আসামীগণ মোঃ মিরাজ (১৮) নামক একজন ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের আই/সি সঙ্গীয় ফোর্স সহ বর্ণিত সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
উক্ত ছিনতাইয়ের ঘটনায় হাটহাজারী মডেল থানার মামলা নং- ১৪(৪)২৩ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড- ১৮৬০; রুজু হয়। ইতোমধ্যে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আলমগীর হোসেন বিভিন্ন থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে গত ৮ জুন ঘটনায় জড়িত আসামী মোঃ ওসমান গণি (২৪), পিতা- মোঃ জাফর, সাং- মুছাপুর, দোহারহাট, বেচু ডাক্তারের বাড়ী, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- বটতল, নয়া মাজারের সামনে গুরা মিয়া হাসপাতালের পার্শ্বে নয়া মসজিদের ইমামের ভাড়াঘর, ০৩নং ওয়ার্ড, থানা- বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম’কে হাটহাজারী মডেল থানাধীন অন্যান্য আবাসিক এলাকা হতে ঘটনায় ছিনতাইকৃত অটোরিক্সাটি সহ হাতে-নাতে আটক করলে মামলার বাদী ও ভিকটিম উক্ত অটোরিক্সাটি তাদের বলে সনাক্ত করেন। যা আজ শনিবার ৫ আগস্ট বিজ্ঞ আদালতের আদেশক্রমে উল্লিখিত অটোরিক্সাটি মামলার বাদী ও ভিকটিমের জিম্মায় প্রদান করা হয়।