নিজস্ব প্রতিবেদক:
টানা ৪ দিন প্রবল ও ভারী বর্ষণে বান্দরবান-থানচি সড়কে নীলগিরি পর্যটন কেন্দ্রের জীবননগর পাহাড়ে কালা পাহাড় ধ্বসে সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকে টানা ৩ঘন্টা ইসিবি ১৭ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ মাটি অপসারণ করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, প্রবল ও ভারী বর্ষণ টানা ৪ দিন ব্যাপী অব্যাহত বৃষ্টিপাতের ফলে বান্দরবান-থানচি সড়কে নীলগিরি পর্যটন কেন্দ্রের নিকটবর্তী জীবননগর পাহাড়ে কালা পাহাড় নামক স্থানে পাহাড়ধ্বসে থানচি বান্দরবান সড়ক বন্ধ হয়ে যায়। সহকারী পরিচালক বান্দরবান মহোদয়ের নেতৃত্বে থানচি ফায়ার স্টেশন ও বান্দরবান ফায়ার স্টেশনের ফায়ার ফাইটারগণ কাজ পরিচালনা করেন।
ইসিবি ১৭ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ৩ ঘণ্টা বৃষ্টিভেজা অকান্ত পরিশ্রমের মাধ্যমে পাহাড়ধ্বস অপসারণ করে বান্দরবান-থানচি সড়ক পুনরায় সচল করা হয়।