নিজস্ব প্রতিবেদক:
সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টদের ৩ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের বিশেষ ব্রিফিং করেন সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সিএমপির পুলিশ কমিশনার বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে নবীনদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও দেশের যেকোন ক্রান্তিকালে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা নিতে নতুনদের নির্দেশনা দেন তিনি।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।