নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি সদর থানাধীন ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের পশ্চিমে হাতির কবরের পিছনে মৈত্রী বৌদ্ধ ভাবনা কুটিরের পিছনে পাহাড়ের ভিতর থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ১২ রাউন্ড কার্তুজসহ প্রত্যয় চাকমা প্রকাশ প্রীতি(৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ নাঈমুল হক পিপিএম, বার বলেন,
সদর থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের পশ্চিমে হাতির কবরের পিছনে মৈত্রী বৌদ্ধ ভাবনা কুটিরের পিছনে পাহাড়ের ভিতর একজন লোক আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গত ১৪ জুন বিকাল ৫টা ৩০ মিনিটের সময় বর্ণিত ঘটনাস্থল পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে আসামী প্রত্যয় চাকমা @ প্রীতি(৪৪), পিতা-মৃত আরনন্দ চাকমা, মাতা-মৃত তুলসি মালা চাকমা , গ্রাম- (কৃপাপুর, ৯নং ওয়ার্ড, ৩নং কবাখালী ইউপি, উপজেলা/থানা- দিঘীনালা, জেলা –খাগড়াছড়ি পার্বত্য জেলা এর হেফাজত হইতে ক) একটি দেশীয় তৈরী এলজি যাহার বাটসহ লম্বা ১২ ইঞ্চি, খ) দুইটি ১২ বোর কার্তুজসহ গ্রেফতার করেন। আলামতসহ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।