নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড নুর স্কুলের পশ্চিমে অনুমান ৫০০গজ দূরে পাঁচকড়ি দিঘীর পূর্বে পাশ পাশ্বে নেয়ামত আলী হতে আমান বাজার সড়কে লাল চন্দ্র বিল খালের ব্রীজের উপর থেকে ছিনিয়ে নেওয়া ব্যাটারি চালিত অটোরিকশাসহ ওসমানী গণি (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
আটককৃত মোঃ ওসমান গণি (২৪), পিতা- মোঃ জাফর, মাতা- নাছিমা আক্তার, সাং-মুছাপুর, দোহারহাট, বেচু ডাক্তারের বাড়ী, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-বটতল, নয়া মাজারের সামনে গুরা মিয়া হাসপাতালের পার্শ্বে নয়া মসজিদের ইমামের ভাড়াঘর, ০৩নং ওয়ার্ড, থানা-বায়েজিদ বোস্তামী।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, এছাড়া গত ১০ এপ্রিল রাত অনুমান ৯টা ৫ মিনিটের দিকে ১৪নং শিকারপুর ইউপিস্থ ২নং ওয়ার্ডে শিকারপুর সাকিনে নুর স্কুলের পশ্চিমে অনুমান ৫০০গজ দূরে পাঁচকড়ি দিঘীর পূর্বে পাশ পাশ্বে নেয়ামত আলী হইতে আমান বাজার সড়কে লাল চন্দ্র বিল খালের ব্রীজের উপর থেকে মোঃ জনৈক মোশারেফ হোসেন(৬০) নামে এক বৃদ্ধের ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রুজুকৃত মামলা নং-১৪(৪)২৩ এর ঘটনায় জড়িত অন্যতম আসামী মোঃ ওসমান গণি (২৪), পিতা- মোঃ জাফর, মাতা- নাছিমা আক্তার, সাং-মুছাপুর, দোহারহাট, বেচু ডাক্তারের বাড়ী, থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-বটতল, নয়া মাজারের সামনে গুরা মিয়া হাসপাতালের পার্শ্বে নয়া মসজিদের ইমামের ভাড়াঘর, ৩নং ওয়ার্ড, থানা-বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজতে হইতে লুন্ঠিত ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।