নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে কলা গাছের তন্তু থেকে সফলভাবে শাড়ী তৈরি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি জানান, আমি জানিনা বাংলাদেশের আর কোথাও এখনো পর্যন্ত কলা গাছের সুতা থেকে কেউ শাড়ী তৈরি করেছেন কিনা! যদি না করে থাকেন তবে এটিই হবে কলাগাছের সুতার প্রথম শাড়ী। আর যদি কোথাও তৈরি হয়ে থাকে যে কেউ জানলে ছবিসহ জানাতে পারেন।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ শাড়ী তৈরির কারিগর রাধাবতী দেবী। তিনি মৌলভীবাজার থেকে জেলাপ্রশাসকের আহবানে সাড়া দিয়ে বান্দরবানে এসে এ শাড়ীটি বুনে দিয়েছেন।
তিনি বলেন, তাঁর এলাকায় যারা মনিপুরী শাড়ী বুনেন তাঁরা তাঁকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে। কারণ তাঁরা ভয় পাচ্ছিলেন তিনি ব্যর্থ হবেন এবং জেলা প্রশাসকের কাছে কথা দিয়ে তা বাস্তবায়ন না করতে পারার কারণে মনিপুরী তাঁত শিল্পীরা ছোট হবেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি বলেন, তবে রাধাবতী দেবী এ চ্যালেঞ্জ নিয়েছেন এবং সফল হয়েছেন, সেই সাথে সফল করেছেন জেলাপ্রশাসকের স্বপ্ন ও চিন্তাকে। আন্তরিক কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা রাধাবতী দেবীর জন্য।
তিনি আরও বলেন, এ শাড়ী তৈরীতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাই সাই উ নিনি।