নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার জাগৃতি মোড়ে কিছুটা আগে সওজের সামনে নির্মিত ব্রীজের পাশ থেকে মেকাডম উঠে গর্ত সৃষ্টি হয়েছে। ব্যস্ত এ মহাসড়ক দিয়ে প্রতি দিন শত শত গাড়ি চলাচল করে।দেবে যাওয়া ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তাই বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যে কোন সময় এমন আশঙ্কা স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, অত্যন্ত ব্যস্ততম এই মহাসড়ক। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। দিন রাত ২৪ ঘন্টা যানবাহন চলাচল করে থাকে। এমন কোন যানবাহন নেই যা চলাচল করে না। সকল প্রকার যানবাহন চলাচল করে থাকে মারাতœক ঝুকিপূর্ন ভাবে।
পথচারী আবদুল গণি বলেন, সড়কটি এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু ব্রিজের পাশ ঘেঁষে মেকাডম উঠে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে সবার। ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানাই আমরা। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনই বিষয়টি আমলে গ্রহন করে মেকাডম দিয়ে ভরাট করলেই দূর্ঘটনার আশংকা থাকে না।