নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আসমা খাতুন হেফজ ও এতিমখানায় ডিবি পুলিশ পরিচয়ে রাশেদ নামে এক যুবকের অভিনব প্রতারণা করার অভিযোগ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ সময় প্রতারক দুই শিক্ষকের কাছ থেকে দুইটি মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী দুই শিক্ষক হাফেজ আজিজুর রহমান ও তৌহিদুল ইসলাম জানান, সকালে আমাদের মাদ্রাসায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাশেদ নামে এক যুবক আসেন। প্রশাসনের লোক বলার কারণে তাকে অনেক সমাদর করে আপ্যায়ন করি। ফোন করার কথা বলে নেন এক শিক্ষকের মোবাইল এরপর অন্য জনের কাছে গিয়ে একটি এসএমএস পাঠানোর কথা বলে মোবাইল নিয়ে তাৎক্ষণিক উধাও।