নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী মোহাম্মদ আলী নামে এক যাত্রীর কাঁধের ব্যাগের ভেতর সেলাই করা ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম যা দেশীয় মুদ্রায় ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকাসহ তাকে আটক করে কাস্টমস গোয়েন্দা।
বিজ্ঞাপন
শনিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
তিনি সাতকানিয়া উপজেলার আফজালনগরের চাহাদা এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
বিমানবন্দরে এনএসআই সুত্রে জানা যায়, শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২,৫১,৭৯০ দিরহাম (৭৩,১৫,১৭৯ টাকা) বৈদেশিক মুদ্রা আটক করে। যাত্রির নাম মোহাম্মদ আলী, ফ্লাইট এয়ার এরাবিয়া, G9-527।
বিজ্ঞাপন
এ সময় তার থেকে ৬টি মোবাইল ফোনও পাওয়া যায়। তিনি ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।