নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাবিব চেয়ারম্যানের বাড়ীতে মসজিদ পরিচালনা নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে আপন ভাতিজা জসিম কে গুলি করে চাচা সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ(৫৬)।
গতকাল রবিবার সারারাত পাহারা দিয়ে সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন কৌশলে পুলিশ তাকে আটক করে।
আটকের পূর্বে সাবেক চেয়ারম্যান হাবিব কয়েক রাউন্ড গুলি ছুটে। এ সময় আতংকিত হয় এলাকাবাসীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেল মডেল থানার পুলিশ। তখন তিনি পুলিশকে দেখে আরও ৭ রাউন্ড গুলি ছুড়ে।তবে কেউ আহত হয়নি। রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ অবস্থান করে বিভিন্ন কৌশলে তাকে গ্রেপ্তার করে ১টি লাইসেন্সকৃত ১টি রিভালবার ও ১টি একনলা অস্ত্র জব্দ করা হয়।
৬টি গুলির খোসা উদ্ধার করেন মডেল থানা পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১টি অস্ত্র মামলা ও আহত ব্যক্তির ছোট ভাই মো.শাহেদ হোসেন মামলা রুজু করেন,যার নং ২২/২৩।
তবে সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ দুটি বৈধ লাইসেন্সকৃত অস্ত্র বলে জানান পুলিশ।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, মসজিদ নিয়ে দ্বন্দ্বের কারণে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান হাবিব নামে এক ব্যক্তি নিজের আপন ভাতিজা জসিম কে গুলি করে।
তিনি বলেন, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবহৃত লাইসেন্সকৃত দুটি অস্ত্র জব্দ এবং তাকে আটক করা হয়।