নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাটে শব্দদূষণ রোধের অভিযানে চালিয়ে ১৭৫টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করে চার মামলায় ১১ হাজার টাকা জরিমানা করলেন পরিবেশ অধিদফতর।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিভিন্ন যানবাহনের এসব হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ সরকার, সহকারী পরিচালক নুর হাসান সজিব, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে হাটহাজারী থানা পুলিশের সহায়তায় নন্দীর হাট এলাকায় দুপুরে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় গাড়ির শব্দদূষণ রোধে চার মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মোট ১৭৫টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।