নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
হাটহাজারীতে জমে উঠেছে শেষমেশের গরুর বাজার

হাটহাজারীতে জমে উঠেছে শেষমেশের গরুর বাজার

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানের গরু-ছাগলের বাজার জমে উঠেছে। কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন, তাই ক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে গরুর বাজারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলছে হাঁকডাক, দরদাম। নতুন ট্রেন্ড হিসেবে যোগ হয়েছে সেলফি উৎসব। বড় গরুর আশপাশে ভিড় বেশি হলেও কেনার ক্ষেত্রে চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর। গরুর দাম বৃদ্ধির জন্য বন্যা, গো-খাদ্য ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতা ও হাট ইজারাদাররা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (৯ জুলাই) সকালে বাজার ঘুরে দেখা গেছে, ছোট-মাঝারি ও বড় আকৃতির বাহারি গরু এসেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের আগেই গরুতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হাট। পশুর হাটগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা, জাল নোট শনাক্তকরণ মেশিন বসিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বাজার আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গরুর দাম বাড়তি। তবুও কোরবানির জন্য কয়েকটি বাজার ঘুরে পছন্দের গরু কিনতে হবে। গত কয়েকদিন একাধিক বাজারে গরু দাম জানা হয়েছে। ঈদ ঘনিয়ে আসায় আজই (শনিবার) কিনতে হবে গরু।

বিজ্ঞাপন

গরু বিক্রেতারা গণমাধ্যমকে বলেন, গরুর এত বেশি দাম নিতে পারছি না। তবে ১০টি গরুর মধ্যে ৮টি বিক্রি হয়েছে আর মাত্র দুটো গরু আছে। হয়তো সন্ধ্যার আগেই বিক্রি হয়ে যাবে। বাজারে গরুর দাম গত বছরের তুলনায় বেশি। জিনিসপত্রের দামের কারণে গরুর দাম বেড়েছে। আমাদের বিক্রি সন্তুষ্টিজনক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইজারাদাররা বলেন, উপজেলার যত্রতত্রে গরুর বাজার বসার কারণে প্রতি বছরের ন্যায় এবারও বাজারে পর্যাপ্ত পরিমাণের গরু উঠেনি। তবে প্রশাসন বাজারের ইজারা দেওয়ার আগে অনুমোদিত পশুরহাট ছাড়া আর কোন গরুর হাট বসানো যাবে না বললেও তা ইজারা নেওয়ার পরে আগের অবস্থায় চলে যায়। তাই বাজারের হাসিল উঠবে কি-না তা নিয়ে চিন্তায় আছি। আজ তেমন গরু নেই। যা আছে তা বিক্রি হলে বেশি লোকসান গুনতে হবে না। আজ সকাল থেকে মোটামুটি গরু বিক্রি হচ্ছে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা বলেন, এখনো পর্যন্ত বাজারে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com