প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৬:৫৫ পি.এম
নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলার নাঙলমোড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে আবদুল শুকুর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
বৃহস্পতিবার ( ২০ মার্চ) রাত ১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, উপজেলার নাঙলমোড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার কারণে জনাব আবদুল শুকুর, পিতা: মো: বাহাদুর , নামক এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০০০০( পঞ্চাশ হাজার ) টাকা জরিমানা করা হয় । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.