নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান হাটহাজারীর বাথুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মন্জুরুল ইসলাম ( উপসচিব)।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর গ্রামের বাড়ি বাথুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুভ উদ্বোধন করেন।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে আয়োজিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এবং ডা: মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ডেপুটি সিভিল সার্জন,সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কান্তি মজুমদার প্রমুখ।