নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন হযরত আলী শাহ্ (রঃ) এলাকা থেকে চোরাই মোটরসাইকেল বিক্রি সিন্ডিকেটের মূলহোতা মামুন ও তার স্ত্রী আকলিমা কে গ্রেফতার করেছে র্যাব-৭।
উদ্ধারকৃত মোটরসাইকেল
মঙ্গলবার (১৮ জানুয়ারী) চোরাই মোটরসাইকেলসহ দুই জনকে আটক করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মামুন উর রশিদ পুলিশে চাকরি করতেন। পুলিশে কর্মরত থাকাকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে চাকরিচ্যুত হয়। এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের অপরাধে নিজেকে জড়িয়ে ফেলে। তিনি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্র পরিচালনা করতেন। পুলিশে চাকরির সুবাদে তার পরিচালিত চক্রের মাধ্যমে সংগ্রহ করা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করার সময় প্রত্যেকটি চোরাই মোটরসাইকেলের সামনে পুলিশ স্টিকার ব্যবহার করতো।