নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের মাসকাট থেকে ঢাকায় আসা ওমান এয়ারলাইন্স এর ফ্লাইট থেকে সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
বুধবার (২৪ জানুয়ারী) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল জানান, মাসকাট থেকে ঢাকায় আসা ওমান এয়ারলাইন্স এর ফ্লাইট থেকে সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৩২টি স্বর্ণবার যার ওজন ৩৭১২ (তিন হাজার সাতশত বার) গ্রাম ও স্বর্ণালংকার যার ওজন ৯৮ (আটানব্বই) গ্রাম অর্থাৎ উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩৮১০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল আরও বলেন, এয়ারপোর্ট এ- শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগণের তৎপরতায় ও তল্লাশীর কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে।