নিজস্ব প্রতিবেদক
সারাদেশে ন্যায় চট্টগ্রামেও গণপরিবহনে বাড়ছে না ভাড়া এবং যত সিট তত যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে এ নিয়ম চালু হবে চট্টগ্রাম মহানগরসহ সকল গণপরিবহনে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরের কদমতলী বিআরসিটি বাস টার্মিনাল এলাকায় আন্তঃজিলা বাস মালিক সমিতি কার্যালয় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলহাজ্ব কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘সরকারে নির্দেশনা অনুযায়ী আমরা করোনার বিধি নিষেধ মেনে গণপরিবহন চালু রাখবো। আমরা চট্টগ্রাম সিভিল সার্জন, পুলিশ কমিশনারসহ সবাইকে লিখিতভাবে আবেদন জানাবো যেন সকল পরিবহন শ্রমিকরা টিকার আওতায় আসে। কারণ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল চালক ও হেলপারের টিকা দিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ‘যত সিট তত যাত্রী রেখে স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার থেকে সকল বাস ও গণপরিবহন চলবে। কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। এছাড়া বাসে প্রত্যেক যাত্রী ও চালক-হেলপারের মুখে মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে। গণপরিবহনে কোনো যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবে না।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান বলেন, ‘চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের মধ্যে অর্ধেকই টিকার আওতায় আসেনি। তাই আজকের সভায় আমাদের দাবি ছিল নগরের পাঁচটি স্পট- অক্সিজেন, বহদ্দারহাট, কদমতলী, অলংকার, মাদারবাড়ি বাস টার্মিনালে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র চালু করা।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আবছার ও সাংগঠনিক সম্পাদক আহাসউল্লা হাসান,যুগ্ম সম্পাদক বদরুল হুদা মুরাদ, চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব অলি অহম্মাদ, চট্টগ্রামের সড়ক পরিবহন মালিক গ্রুপ মো মনসুর আলম,মো মনিরুল ইসলাম,মো ফারুখ খান,মো জাফার, মো নুরু ইসলাম,মো খোরশেদ,মো আবুল বসর,মো হাসান প্রমুখ।