নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৫নং ওয়ার্ড পুর্ব ধলই জীবন আলী চৌধুরী বাড়ির মৃত মুসা আহমেদর পুত্র ৭১’র রনাঙ্গনের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী(৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন।
বিজ্ঞাপন
শনিবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে তিনি নিজের ঘরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর এর ছেলে সানিফ চৌধুরী কান্নাজনিত কন্ঠে বলেন, আমরা বাবা নামের বটবৃক্ষ কে হারালাম। আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত ছিলেন। আজ শনিবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে আমাদের কে রেখে তিনি পরপারে পাড়ি জমালে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আজ দুপুর ২টার সময় হযরত শাহ জাহান শাহ (র.)মাজার শরীফ প্রাঙ্গনে জায়নাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এদিকে ১৯৭১ সালের রনাঙ্গনের বীর সাথীকে হারিয়ে শোকে কাতর বীর মুক্তিযোদ্ধাগণ।
হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম বলেন, আমাদের অনেক ১৯৭১ সালের রনাঙ্গনের বীর সাথীকে যুদ্ধের সময় হারিয়েছি এবং আর অনেকে আমাদের কে রেখে চলে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তারপরও জন্মিলে মরিতে হবে এটাই অবধারিত। আমরা শোকসন্তপ্ত পরিবারের কাছে গভীর শোক ও সমবেদনা জ্ঞান করছি।
বিজ্ঞাপন
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাটহাজারী অনলাইন প্রেসক্লাব, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ এবং দৈনিক হাটহাজারী নিউজ পরিবার।