নিজস্ব প্রতিবেদক:
নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৯৫টি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৭ সদস্য কে আটক করে মহানগর গোয়েন্দা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ রবিউল হোসেন রিফাত, মাইনুল ইসলাম জুবরাজ, আমিনুর রহমান মানিক, মোঃ আরফান উদ্দিন, মামুনুর রশিদ আরফাত, মোঃ খালেক, মুহাম্মদ সোহেল উদ্দিন সোহেল।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মোঃ রবিউল হোসেন প্রঃ রিফাত, মাইনুল ইসলাম প্রঃ জুবরাজ, আমিনুর রহমান প্রঃ মানিক, মোঃ আরফান উদ্দিন, মামুনুর রশিদ আরফাত, মোঃ খালেক, মুহাম্মদ সোহেল উদ্দিন প্রঃ সোহেলদেরকে ৯৫ টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল সহ গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে তারা চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন ছিনতাইকারী ও পকেটমারদের নিকট থেকে কম মূল্যে মোবাইল ক্রয় করে পরবর্তীতে চোরাই মোবাইল সমূহের আইএমইআই নাম্বার পরিবর্তন করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।