নিজস্ব প্রতিবেদক:
নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদস্থ জেলে পাড়া মোড়ে পাকা রাস্তা থেকে ৮টি চোরাই মোবাইলসহ আনোয়ার হোসেন ও বায়জীদ হোসেন লিপু নামে দুইজনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
পতেঙ্গা মডেল থানার এসআই মোহাম্মদ শাহাদাত হোছাইন বলেন, নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা মুসলিমাবাদস্থ জেলে পাড়া মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮টি চোরাই মোবাইল সহ আনোয়ার হোসেন ও বায়জীদ হোসেন লিপুকে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা পরস্পর জ্ঞাতস্বারে চোরাই বলে জানার সত্ত্বেও অভ্যাসগতভাবে বেচাকেনার জন্য জব্দকৃত চোরাই-মোবাইল ফোন সমূহ নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি পতেঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।