নিজস্ব প্রতিবেদক:
নগরীর সিএমপি হালিশহর থানাধীন নয়া বাজার পূর্ব রামপুর ঈদগাঁ বরফকল মোড়ে মাতৃ মেডিকেল ফার্মেসি ও ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোডস্থ বাদামতলী জামে মসজিদের উত্তর পাশে জাফর আহাম্মদ সওদাগরের বাড়ির গলির রাস্তা থেকে পৃথক অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ মোঃ ইসহাক (৫৮) ও মোঃ সোহেল (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিএমপি হালিশহর থানাধীন নয়া বাজার পূর্ব রামপুর ঈদগাঁ বরফকল মোড়ে মাতৃ মেডিকেল ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ সোহেল (৩২)’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কক্সবাজার এলাকার বিভিন্ন উৎস হতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিভিন্ন লোকের কাছে বেশি দামে বিক্রয় করে।
অন্য দিকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোডস্থ বাদামতলী জামে মসজিদের উত্তর পাশে জাফর আহাম্মদ সওদাগরের বাড়ির গলির রাস্তার উপর উদ্ধারপূর্বক জব্দকৃত আলামত ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইসহাক (৫৮)’কে গ্রেফতার করা হয়।
এক হাজার দুইশত পিস ইয়াবাসহ মোঃ ইসহাক (৫৮)’কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মোঃ ইসহাক (৫৮) এর তথ্য যাচাই করে জানা যায় যে, তার বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ঘটনা সংক্রান্তে সিএমপি এর ডবলমুরিং মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।