নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
৪৫ লাখ টাকা মুল্যের ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ: আটক ১

৪৫ লাখ টাকা মুল্যের ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ: আটক ১

 

নিজস্ব প্রতিবেদক:

সীতাকুন্ড থানাধীন দক্ষিন সোনাইছড়ি এলাকার চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি তেলের ডিপোর ভিতর থেকে র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ৪৫ লাখ টাকা মুল্যের ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ আলমগীর হোসেন (৩০) নামে একজন নিয়মিত বিটুমিন চোরাচালানকারী সিন্ডিকেট সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন দক্ষিন সোনাইছড়ি এলাকার চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে একটি তেলের ডিপোর ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে।

আটককৃত আলমগীর হোসেন

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২ জুন র‌্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিকদল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আলমগীর হোসেন (৩০), পিতা-জসীম উদ্দিন, সাং-উত্তর লাম্পুপাড়া, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে নিজেই স্বীকার করে যে, তিনি দীর্ঘদিন যাবৎ নিয়মিত/অভ্যাসগতভাবে বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে বলে অকপটে স্বীকার করে। বর্নিত স্থান হতে জব্দকৃত বিটুমিন তার দখলে রাখার ও ক্রয়-বিক্রয় করার বিষয়ে জানতে চাইলে আসামী আলমগীর হোসেন বৈধ কোন কাগজপত্র/চালান দেখাতে পারেনি। এসময় আসামী নিজ মুখের স্বীকারোক্তি ও নিজ হতে দেখানো মতে তার হেফাজত থাকা ০২টি ট্রাক হতে সর্বমোট ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, ধৃত আসামী আলমগীর হোসেন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে আসছিল। উল্লেখ্য যে, র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গত ২০২২ সালের ৩ জানুয়ারী একই গ্রæপের চোরাই বিটুমিন চক্রের সক্রিয় ৩ সদস্যকে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বাংলা বাজার এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই বিটুমিনসহ আটক করেছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com