নিজস্ব প্রতিবেদক:
নগরীর ডবলমুরিং মিস্ত্রিপাড়াস্থ লাল মসজিদের পাশে এবং নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ধর্মপুর এলাকা থেকে ৪টি চোরাইকৃত মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক করে পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আফছার উদ্দিন আকাশ (২৪), মোঃ সুমন (২৪) ও মোঃ আসিফ শান্ত (১৯)
ডবলমুরিং মডেল থানার এসআই আহলাদ ইবনে জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ধর্মপুর এলাকা হতে মোহাম্মদ আফছার উদ্দিন আকাশ (২৪) কে গ্রেফতার করেন এবং নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন পশ্চিম চরজব্বারস্থ কাঞ্চন বাজারের পাশে খালি জায়গা হতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৯, তারিখ-১২/০৭/২০২২ইং, ধারা-৩৭৯ পেনাল কোড এর চোরাই মোটর সাইকেল Honda CBTrigger উদ্ধার করেন।
পরবর্তীতে তার প্রদত্ত তথ্যের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন মিস্ত্রিপাড়াস্থ লাল মসজিদের পাশের গলিতে অভিযান পরিচালনা করে মোঃ সুমন (২৪) ও মোঃ আসিফ প্রঃ শান্ত (১৯) দ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ১টি Pulser মডেলের মোটর সাইকেল, ০১টি Hero Honda CBZ মডেলের মোটর সাইকেল ও ০১টি Walton Fusion মডেলের মোটর সাইকেল উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে তারা সঙ্ঘবদ্ধভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা হতে নিয়মিতভাবে মোটর সাইকেল চুরি করে নোয়াখালী নিয়ে বিক্রি করে বলে জানায়।