প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ১১:৫৩ এ.এম
২ হাজার কোটি টাকা পাচার : সাবেক মন্ত্রীর ভাই আটক !

নিজস্ব প্রতিবেদকঃ
২ হাজার কোটি টাকা পাচার মামলায় খন্দকার মোহতেশাম হোসেন বাবর নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফরিদপুর পুলিশ।
গ্রেফতার খন্দকার মোহতেশাম হোসেন বাবর ফরিদপুরের এমপি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই এবং ওই এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান।
সূত্রে জানা যায়, গোপর সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে।
এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।
ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.