হাটহাজারী নিউজ ডেস্ক:
২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন শিশুর জন্ম হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দিন।
সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ জুলাই) ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ১০ জন ছেলে ও ৯ জন মেয়ে শিশু জন্মগ্রহণ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে সকল মা ও বাচ্চা সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে যাচ্ছেন।
উক্ত ডেলিভারিতে অংশগ্রহণ করেন ডা.বিবি কুলসুম সুমি ডা. নাজিয়া আবাসিক মেডিকেল অফিসার ডা.সালাউদ্দিন সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার, মিডওয়াইফ শারমিন ,রাফিন ফাতেমা তাসলিমা এবং নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা বেগম নার্সিং ইনচার্জ ইন্দিরা চৌধুরী ।