নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি সদর উপজেলায় ২০টি যানবাহন ও ৩টি দোকানকে ২৭৫০০ টাকা জরিমানা করলেন পরিবেশ অধিদপ্তর।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সোমবার (১৬ জানুয়ারী( সকালে এ অভিযান পরিচালনা করেন।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি জেলা পুলিশের সদস্যবৃন্দ।
[caption id="attachment_309" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, খাগড়াছড়ি সদর উপজেলায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের‘ আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে ২০ টি মামলায় ২০ টি যানবাহনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি বলেন, একই দিন খাগড়াছড়ি বাজার এলাকায় তিনটি দোকান থেকে আনুমানিক ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং দোকান মালিকদের কে তিনটি পৃথক মামলায় ২৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।