নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
২টি এলজি ও কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী সরোয়ার গ্রেফতার 

২টি এলজি ও কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী সরোয়ার গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার’কে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৮ জানুয়ারী) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সরোয়ার আলম (৪৪), পিতা- মৃত বশির আহাম্মদ @ কমান্ডার বশির, গ্রাম-উত্তর ঘাটচেক, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ তার হেফাজতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে স্বীকার করে। অতঃপর তার দেওয়া তথ্য অনুযায়ী পাশের সেমিপাকা ছাপড়া ঘরের চালের টিন ও বেড়ার মাঝে ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় তার নিজ হাতে বের করে দেয়া মতে দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত এবং মাদক ব্যবসায়ী। রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে তার অস্ত্র এবং মাদকের বিশাল সিন্ডিকেট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্রের মুখে মারধর, চাঁদাবাজি এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি মোঃ সরোয়ার আলমের নামে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং চাদগাঁও থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com