নিজস্ব প্রতিবেদক: অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের কুলগাঁও বালুছড়া এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্রসহ হাটহাজারী এলাকার শীর্ষ সন্ত্রাসী সালাহ উদ্দিন লিটন প্রকাশ রিটনকে গ্রেফতার করে র্যাব-৭।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সালাহ উদ্দিন উদ্দিন লিটন প্রকাশ রিটন (৪২), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-খন্দকিয়া বহাদ্দার বাড়ী, থানা-হাটহাজারী।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুলগাঁও বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ রাত ১১টা ২০ মিনিটের দিকে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সালাহ উদ্দিন উদ্দিন লিটন প্রকাশ রিটন (৪২)’কে আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন, পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে নিজ হাতে বের করে দেয়া মতে ১টি দেশীয় তৈরী এলজি এবং ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।